বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মুসলিম আমেরিকান পলিটিক্যাল অ্যাকশন কমিটি গঠনের উদ্যোগ

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

ইসরায়েলি আমেরিকানদের মতো ‘মুসলিম আমেরিকান পলিটিক্যাল অ্যাকশন কমিটি’ (এমএপ্যাক) গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার কংগ্রেসওম্যান ইলহানের সঙ্গে এক বৈঠকে এ প্রসঙ্গ নিয়ে বিস্তারিত আলোচনার পর সোমবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়া কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-১২ থেকে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়নের দৌড়ে অবতীর্ণ বাংলাদেশি আমেরিকান ড. আবদুর শিকদারের নির্বাচনি সমাবেশে এমপ্যাকের প্রয়োজনীয়তা উপস্থাপন করেন মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে অনুষ্ঠিত সমাবেশে গিয়াস বলেন, ইসরায়েলিরা সিনেট ও কংগ্রেস নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে মিলিয়ন ডলারের চাঁদা দিতে পারেন।

কারণ, তারা আইএসপ্যাক (ইসরায়েলি আমেরিকান পলিটিক্যাল অ্যাকশন কমিটি)’র ব্যানারে কাজ করছেন। মুসলিম আমেরিকানরা এখন পর্যন্ত তেমন মোর্চা গঠনে সক্ষম হননি। ফলে আমরা সর্বোচ্চ সাড়ে ৭ হাজার ডলারের বেশি কারও নির্বাচনি তহবিলে দিতে সক্ষম হচ্ছি না। অথচ মিশিগান, পেনসিলভেনিয়া, মিনেসোটা, উইসকনসিনের মতো ফলাফল নির্ধারণী স্টেট (স্যুইং স্টেট) সমূহে লাখ লাখ মুসলিম আমেরিকান রয়েছেন। এই শূন্যতা দূর করতে অবিলম্বে মোর্চা গঠনের প্রয়োজনীয় দেখা দিয়েছে। গিয়াস এ সময় জানান, কংগ্রেসওম্যান ইলহান ওমর সম্মত হয়েছেন এমএপ্যাকের ব্যাপারে। এখন সময় হচ্ছে কমিউনিটির নেতৃস্থানীয়দের ঐক্যবদ্ধ হওয়ার। গাজায় ইসরায়েলি আগ্রাসনের গন্তব্য বিশ্বকে ভয়ংকর একটি পরিস্থিতিতে নিপতিত করতে যাচ্ছে। এ অবস্থায় মার্কিন প্রশাসন ও রাজনীতিতে মুসলিমদের জোরালো ভূমিকার বিকল্প নেই।

উল্লেখ্য, কংগ্রেসে ইলহান ওমর, রাশিদা তৈয়ব, আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো-করটেজ সরব রয়েছেন ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে। নভেম্বরের নির্বাচনে যদি তাদের মতো আরও কয়েকজনকে বিজয়ী করা যায় তাহলে হোয়াইট হাউসকে ইসরায়েলের অন্যায় আচরণের বিরুদ্ধে সরব রাখা সম্ভব হবে বলে এ সমাবেশের বক্তারা মন্তব্য করেন। ক্যালিফোর্নিয়া কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-১২ থেকে মনোনয়নের দৌড়ে মাঠে নামা ড. শিকদার কমিউনিটির সমাবেশে সবার আন্তরিক সহায়তা চেয়েছেন ৫ মার্চের নির্বাচনের বিজয় ত্বরান্বিত করতে। সাংবাদিক রিমন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে ড. শিকদারকে বিজয় দেওয়ার সংকল্প ব্যক্ত করে আরও বক্তব্য দেন ডেমোক্র্যাট মোর্শেদ আলম, নিউইয়র্ক সিটি মেয়রের উপদেষ্টা ফাহাদ সোলায়মান, ডেমোক্র্যাট অ্যাডভোকেট মুজিবুর রহমান, ডেমোক্র্যাট আহনাফ আলম, বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, অনুষ্ঠানের হোস্ট জাকির হাওলাদার, লুৎফর রহমান লাতু, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, দেলোয়ার মানিক, নীরা রাব্বানী প্রমুখ।

সর্বশেষ খবর