শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

শিল্পপতির ছেলে পরিচয়ে প্রেম করে টাকা হাতিয়ে নিত এহসান

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এহসান আহমেদ নামে এক যুবকের সঙ্গে পরিচয় হয় ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের সাবেক এক ছাত্রীর। পরিচয়ের সময় এহসান নিজেকে কানাডা প্রবাসী, পিএইচডি ডিগ্রিধারী, বড় শিল্পপতি পরিবারের সন্তান পরিচয় দেন। এহসান জানান, অভিজাত এলাকা হিসেবে খ্যাত রাজধানীর গুলশানে একাধিক বাড়ি ও নামিদামি ব্র্যান্ডের গাড়ির মালিক তিনি।

পুলিশ জানায়, এমন নানা প্রলোভনে খুব সহজেই এহসানের ফাঁদে পা দিয়ে প্রেমের সম্পর্র্ক গড়ে তোলে ওই ছাত্রী। এরপর সুযোগ বুঝে এহসান অন্তরঙ্গ মুহূর্তের ছবি ধারণ করে শুরু করেন ব্লাকমেলিং। চাহিদা মতো টাকা না দিলে বিভিন্ন ভিডিও ও ছবি পরিচিতজনদের কাছে পাঠানো হবে হুমকি দিয়ে তিন বছর ধরে অনেক টাকা হাতিয়ে নেন এহসান। তার ব্লাকমেলের খপ্পরে একপর্যায়ে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় ভিকটিমের পরিবার।

পরে পর্নোগ্রাফি আইনে ডিএমপির মুগদা থানায় মামলা করা হয়। ওই মামলায় গত বুধবার এহসানকে রাজধানীর রমনা এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সর্বশেষ খবর