শিরোনাম
শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ইউএস-বাংলার বহরে বৃহদাকার এয়ারবাস

নিজস্ব প্রতিবেদক

ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমানবহরে নতুন করে যুক্ত হয়েছে ৪৩৬ আসনের বৃহদাকার এয়ারবাস ৩৩০-৩০০। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে নতুন রূপে রাঙিয়ে তুলেছে চীনে নির্মিত এই এয়ারবাসটি। চীনের গুয়াংজু থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে ওয়াটার ক্যানন স্যালুট প্রদানের মাধ্যমে এয়ারবাসটিকে গ্রহণ করেন ইউএস-বাংলার চিফ এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন লুৎফর রহমান। নতুন যুক্ত হওয়া এয়ারবাসটি দুবাই, শারজাহ, মাসকাট, দোহা, কুয়ালালামপুর রুটে পরিচালিত হবে। পরে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মামসহ লন্ডন, রোম রুটে পরিচালনার ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে ইউএস বাংলা কর্তৃপক্ষের। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমানবহরে এয়ারবাস একটি ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০, ১০টি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট রয়েছে।

সর্বশেষ খবর