সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

প্রকাশিত সংবাদে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির বক্তব্য

‘ঢাকায় কেন লক্কড়ঝক্কড় বাস’ শিরোনামে গতকাল বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত প্রতিবেদনের একাংশে ‘রাজধানীর ২৯১টি রুটে চলাচলকারী ৪০ হাজার বাসের অধিকাংশই রংচটা অবস্থায় চলছে’ বলে উল্লেখ করা হয়। এ তথ্যের সূত্র বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর ওয়েবসাইট। এদিকে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি গতকাল এক প্রতিবাদপত্রে জানিয়েছে যে, ঢাকা শহরে ও শহরতলির ১০০টি রুটে প্রায় ৫ হাজার বাস চলাচল করছে।

সর্বশেষ খবর