মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
নিউইয়র্কে স্মরণসভা

সুরঞ্জিত সেনগুপ্তের নামে সিলেটে স্থাপনার দাবি

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

সুরঞ্জিত সেনগুপ্তের নামে সিলেটে স্থাপনার দাবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণসভা অনুষ্ঠিত হয়

নিউইয়র্কে গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পার্লামেন্টারিয়ান, সাবেক মন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার, রাজনীতির নান্দনিক শিল্পী সুরঞ্জিত সেনগুপ্তের সপ্তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে এশিয়ান ড্রাইভিং স্কুলে এক স্মরণসভার আয়োজন করে ‘সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র’।

সভায় বক্তারা জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের নামে সিলেট শহরে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণের জন্য জোর দাবি জানান। এ দাবি পূরণের জন্যে সভায় সর্বসম্মতিক্রমে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্তও হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ফরাসত আলী। প্রধান আলোচক ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তোফায়েল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম। সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের সভাপতি রুহেল চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত তালুকদারের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, ওবায়েদ আজমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা এম এ নাসির, সাংবাদিক মনোয়ারুল ইসলাম, তপন কান্তি দে, অধ্যাপক সানাউল্লাহ, সুধাংশু কুমার ম ল, সাংবাদিক জহিরুল ইসলাম, সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের কার্যকরী সদস্য শামসুল ইসলাম চৌধুরী, জাকির চৌধুরী, সাবেক ছাত্রনেতা সমীর সরকার, সুজন তালুকদার প্রমুখ।

 

সর্বশেষ খবর