বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

এসএসসি পরীক্ষার্থীদের জন্য কুইক রেসপন্স টিম ডিএমপির

নিজস্ব প্রতিবেদক

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সহায়তায় গঠিত হচ্ছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ‘কুইক রেসপন্স টিম’। পরীক্ষার্থীদের যে কোনো অসুবিধা মোকাবিলা করতে ডিএমপির ট্রাফিক বিভাগের প্রতিটি জোনে আলাদা আলাদা ‘কুইক রেসপন্স টিম’ থাকবে। এ ছাড়া যে কোনো জরুরি প্রয়োজনে ট্রিপল নাইনে (৯৯৯) কল করে সহায়তা চাওয়া যাবে। গতকাল ডিএমপির মিডিয়া সেন্টারে পুলিশের ট্রাফিক বিভাগ আয়োজিত ‘এসএসসি পরীক্ষা ২০২৪ উপলক্ষে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মুনিবুর রহমান। আগামীকাল শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাতে অংশ নেবে। ৩ হাজার ৭০০ কেন্দ্রে হবে এই পরীক্ষা।

এসব পরীক্ষার্থীদের নিরাপদ চলাচলের বিষয়ে পুলিশের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান বলেন, এসএসসি পরীক্ষা আমাদের জন্য উল্লেখযোগ্য ইভেন্ট। এ উপলক্ষে আমরা ‘কুইক রেসপন্স টিম’ গঠনসহ বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছি। নতুন চালু হওয়া মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করেও দ্রুত পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো যাবে। তবে সড়ক-মহাসড়কের যানজটের বিষয়টি মাথায় রেখে পরীক্ষার্থী ও অভিভাবকদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার অনুরোধ জানান তিনি। যেন ন্যূনতম ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো যায়। তিনি বলেন, কোনো অবস্থাতেই গণপরিবহনে ঝুলে কেন্দ্রে আসা-যাওয়া করবেন না। ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার থেকে বিরত থাকতে হবে। প্রয়োজনে ফুটওভার ব্রিজ ব্যবহার করুন ও পুলিশের সহায়তা নিন। মোটরসাইকেলে পরীক্ষা কেন্দ্রে গমন করলে অবশ্যই হেলমেট পরিধান করবেন। এ সময় তিনি এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ খবর