শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

টাকা-ডলার অদলবদল শুরু

নিজস্ব প্রতিবেদক

এখন থেকে বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে টাকা-ডলার অদলবদল করতে পারবে বাংলাদেশ ব্যাংক। দেশে প্রথমবারের মতো মুদ্রা (টাকা-ডলার) অদলবদল বা সোয়াপ ব্যবস্থা চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল এ বিষয়ে সার্কুলার জারির পর থেকেই এই ব্যবস্থা কার্যকর হয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। ফলে আন্তব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম অনুযায়ী, ৭ থেকে ৯০ দিন মেয়াদে ডলার নিয়ে ব্যাংকগুলোকে টাকা ধার দিতে পারবে বাংলাদেশ। বর্তমানে আন্তব্যাংক মুদ্রাবাজারে এক ডলার বিক্রির দর (স্পট রেট) হলো ১১০ টাকা। সার্কুলারে বলা হয়েছে, বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে উদ্বৃত্ত ডলার থাকলে এখন তা বাংলাদেশ ব্যাংকে জমা দিয়ে তারা সমপরিমাণ টাকা ধার নিতে পারবে। এতে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক উভয় পক্ষই লাভবান হবে। এদিকে ব্যাংকগুলো যখন তাদের ডলার ফেরত নেবে, তাদের টাকায় সুদ দিতে হবে। এক্ষেত্রে সুদহার হবে সোফর (সিকিউরড ওভারনাইট ফিন্যান্সিং) রেট এবং রেপো রেটের মধ্যকার পার্থক্য। বর্তমানে সোফর সুদহার ৫ দশমিক ৩ শতাংশ, আর রেপো সুদহার হলো ৮ শতাংশ। এখানে পার্থক্য হচ্ছে ২ দশমিক ৭ শতাংশ। মুদ্রা অদলবদলের জন্য বার্ষিক এই হারে সুদ দিতে হবে ব্যাংকগুলোকে। বর্তমানে ব্যাংকগুলো ৮ শতাংশ বার্ষিক সুদহারে কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ ধার করে। কিন্তু তারা মুদ্রা অদলবদলের ক্ষেত্রে বার্ষিক ২ দশমিক ৭ শতাংশ হারে সুদ দেবে।

 

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর