রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

শাহ আমানতে ৬ কোটি টাকার সোনার বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান এয়ারের (ওয়াইভি-৩১১) ফ্লাইটের সিটের নিচ থেকে ৬৪ পিস সোনার বার জব্দ করা হয়েছে। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। জানা যায়, ওমান এয়ারের (ওয়াইভি-৩১১) ফ্লাইটে সোনার চালান আসার গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ৩৫ নম্বর সিটের পেছনে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপ দিয়ে মোড়ানো বিশেষ কায়দায় লুকানো চারটি বস্তু উদ্ধার করা হয়। পরবর্তীতে তা কাস্টমস ব্যাগেজ কাউন্টারে এনে খুললে প্রতিটি বান্ডেলে ১৬টি করে ৬৪ পিস সোনার বার পাওয়া যায়। এসব বারের ওজন ১১৬ গ্রাম করে। ৬৪ বারের ওজন প্রায় সাড়ে সাত কেজি। উদ্ধার করা সোনার বারের আনুমানিক বাজার মূল্য ৬ কোটি টাকা বলে জানা গেছে। শাহ আমানত বিমান বন্দরের পরিচালক উইং কমান্ডার তাসলিম আহমেদ বলেন, বিমানবন্দরে কর্মরত কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বিমানবন্দরের ভিতর থেকে ৬৪ পিস সোনার বার জব্দ করেছে। যার ওজন প্রায় সাড়ে সাত কেজি। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।

সর্বশেষ খবর