সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নির্বাচনের পর দিন সহিংসতা ৪১ দিন পর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত তুফান ফকির (৪৮) ৪১ দিন পর মারা গেছেন। গতকাল ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর খবর আসার পর সকালে এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি। দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, তুফান ফকির উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত ইয়ানবী ফকিরের ছেলে। ওসি বলেন, সেসময় করা মামলা এখন হত্যা মামলা হিসেবে গণ্য করা হবে।

এদিকে সকালে মৃত্যুর খবর আসে, তবে ঢাকায় ময়নাতদন্ত হওয়ায় সন্ধ্যা পর্যন্ত লাশ গ্রামে এসে পৌঁছায়নি।

রাতে লাশ পৌঁছালে আজ সকাল ৯টায় তার জানাজার নামাজ হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনের পর দিন ৮ জানুয়ারি রহিম ফকির ও আনোয়ার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেসময় প্রতিপক্ষের হাতবোমার বিস্ফোরণে তুফান ফকির মারাত্মক আহত হন। তিনি এতদিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন। সেদিনের ওই ঘটনায় তুফান ফকিরের ছোট ভাই রহিম ফকির বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা করেন। পুলিশ সেসময় তিনজনকে আটক করেছিল।

সর্বশেষ খবর