বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

শেরপুরে মেধাবৃত্তি ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

শেরপুরে মেধাবৃত্তি ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দিয়েছে সাদেক আলী ফাউন্ডেশন। ১১ ফেব্রুয়ারি জেলা সদরের চরজংগলদী রাহেতুন নেছা উচ্চবিদ্যালয় অডিটোরিয়মে এর আয়োজন করা হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও ভীমগনজ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল উদ্দিন মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাদেক আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান, নিউইয়র্কপ্রবাসী লেখক-সাংবাদিক আবুল কাশেম, স্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেন, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবদুল করিম, অর্থ পরিচালক ফেরদৌসী বেগম, প্রকৌশলী আবদুল্লাহ আল-মামুন, স্কুল পরিচালনা পরিষদের সাবেক সদস্য মুক্তার হোসেন, ইঞ্জিনিয়ার আমজাদ হোসাইন প্রমুখ।

আবুল কাশেম তাঁর বক্তব্যে বলেন, তাঁর বাবা সাদেক আলী ছিলেন স্বশিক্ষিত। তিনি একজন বিদ্যোৎসাহী, অসাম্প্রদায়িক সাদামনের মানুষ ছিলেন। তিনি এ এলাকার প্রথিতযশা পুথিপাঠক এবং মীর মশাররফ হোসেনের ‘বিষাদ-সিন্ধু’র পাঠক ছিলেন। তিনি সব সময় সমাজের হতদরিদ্র মানুষের ছেলেমেয়েদের শিক্ষা নিয়ে ভাবতেন। তাঁর দূরদর্শী ভাবনাচিন্তা সমাজে স্থায়ীভাবে প্রতিফলিত করার জন্যই এ ফাউন্ডেশন গঠন করেছি। -বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর