বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

যুবলীগ নেতার মামলায় যুব মহিলা লীগ নেত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

এক যুবলীগ নেতার করা প্রতারণার মামলায় মিম খাতুন ওরফে আফসানা মিমকে (২৬) গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। একই সঙ্গে তার চতুর্থ স্বামী ওবায়দুল্লাহকেও গ্রেফতার করা হয়। গতকাল তাদের পাবনা থেকে গ্রেফতার করা হয়। জানা গেছে, পাবনা সদর পৌর যুব মহিলা লীগের সিনিয়র সহসভাপতি মিমি। যুবলীগ নেতা ও ব্যবসায়ী মো. মনিরুজ্জামান ওরফে বাবুর অভিযোগ, সমাজমাধ্যম ফেসবুকে তার সঙ্গে মিমের পরিচয় হয়। তিনি যুব মহিলা লীগের নেত্রী বলেও পরিচয় দিয়েছেন। পরিচয়ের কয়েকদিন পর প্রতারক মিম তার চতুর্থ স্বামী ওবায়দ্ল্লুাহকে তার দুলাভাই বলে পরিচয় করিয়ে দেন। পরে তার কাছ থেকে বিভিন্ন সময় ব্যবসায়ের কথা বলে ১৩ লাখ টাকা ধার নেন মিম। পাওনা টাকা ফেরত চাইতে গেলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা বলে তাকে বিভিন্ন রকমের ভয়ভীতি ও হুমকি দেন। উপায়ান্তর না পেয়ে একপর্যায়ে তিনি তার বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন। গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর রহমান জানান, প্রতারণার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। আর ওই নারী কোন দল করেন তা দেখার বিষয় নয়। এজাহারভুক্ত আসামি এটাই তাদের বড় পরিচয়।

 

 

সর্বশেষ খবর