শিরোনাম
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ভিন্ন সাংস্কৃতিক আগ্রাসন রুখে দিতে হবে

ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা বলেছেন, দেশে দিন দিন বাংলাভাষার বিকৃত ঘটাচ্ছে একদল রেডিও জকি এবং কিছু ডিস ক্যাবল নেটওয়ার্ক প্রোভাইডার। বাংলাভাষার ওপর ভর করে ভিন্নধর্মীয় শিক্ষা ও সাংস্কৃতিক আগ্রাসন রুখে দিতে হবে। গতকাল রাজধানীর ভাটারায় ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, অধ্যাপক ড. রফিকুল ইসলাম, মশিউর রহমান, মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম, মুফতি ফরিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৫২ সালে রফিক, সালাম, বরকতদের রক্তে কেনা বাংলাভাষা আজও সাংবিধানিকভাবে উপেক্ষিত। রাষ্ট্রীয়ভাবে সর্বত্র বাংলাভাষার ব্যবহারের আইন হলেও আইনবিভাগ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাংলাভাষার ব্যবহার অফিসিয়ালি অবহেলিত। ভাষার জন্য আত্মত্যাগকারীদের প্রতি এই দায় আমরা কোনোভাবেই এড়াতে পরি না।

সর্বশেষ খবর