বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সর্বত্র বাংলা ব্যবহার নিশ্চিত করার দাবি

নিজস্ব প্রতিবেদক

দেশের অফিস আদালতসহ সর্বত্র বাংলা ভাষার চর্চা ও ব্যবহার নিশ্চিত করার দাবি জানিয়েছেন ইসলামী গণতান্ত্রিক পার্টি ও প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান এম এ আউয়াল। তিনি বলেন, বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করা আমাদের দায়িত্ব। আমাদের ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ ধারণ করে বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে হবে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শাহাদাতের মধ্যদিয়ে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল রাজধানীর কলাবাগানে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এম এ আউয়াল আরও বলেন, একমাত্র বাংলাদেশের দামাল ছেলেরা বুলেটের সামনে নিজের জীবন বিলিয়ে দিয়েছে বাংলা ভাষার জন্য। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় স্বাধীনতার পর যারাই দেশ পরিচালনা করেছে ও করছে তারা কেউই রাষ্ট্রের সব ক্ষেত্রে বাংলা ভাষা প্রতিষ্ঠিত করতে পারেনি। তাই এখন সময়ের দাবি, রাষ্ট্রের সব ক্ষেত্রে বাংলা ভাষার প্রয়োগ করা। এ সময় সংগঠনের মহাসচিব নুরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর