রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

বকেয়া বেতনের দাবিতে ময়মনসিংহের ভালুকায় গ্লোরি টেক্স অ্যান্ড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। গতকাল সকালে উপজেলার পৌর সদর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রায় এক ঘণ্টা বিক্ষোভ করেন তারা। এ সময় শ্রমিকরা জানান, কারখানার কর্তৃপক্ষ গত মাসের বকেয়া বেতন পরিশোধ না করায় তারা মহাসড়কে অবরোধ শুরু করেন। এতে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে স্থানীয় প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ শ্রমিকরা। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান, বকেয়া বেতনের দাবিতে ময়মনসিংহের ভালুকায় গ্লোরি টেক্স অ্যান্ড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। পরে মালিক পক্ষ ও প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়।

 

সর্বশেষ খবর