রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

জাতীয় কারিকুলাম নতুন করে ঢেলে সাজাতে হবে

ইসলামী ঐক্য আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ঐক্য আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী দেশ-জাতির মহাসম্পদ। সম্ভাবনাময় এ দেশ ও জাতি ধ্বংস করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। তারা বলেন, জাতীয় কারিকুলাম ও পাঠ্যসূচি থেকে ইসলামী বিধিবিধান বাদ দিয়ে ভিনদেশি কৃষ্টি-কালচার পুশ করা সেই ষড়যন্ত্রের অংশ। দ্রুত জাতিবিধ্বংসী এ শিক্ষা কারিকুলাম ও পাঠ্যসূচি বাতিল করে ইসলামী বিশেষজ্ঞ ও প্রাজ্ঞ আলেমদের নেতৃত্বে নতুন জাতীয় কারিকুলাম ও পাঠ্য সিলেবাস ঢেলে সাজাতে হবে। গতকাল সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে মজলিসে শুরার অধিবেশনে বক্তারা এ কথা বলেন। সভাপতিত্ব করেন আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া। বক্তব্য দেন সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান, কেন্দ্রীয় নেতা মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন, মাওলানা মহিব্বুল্লাহ নাসির, মাওলানা কাজী আবু বকর সিদ্দীক প্রমুখ।

বক্তারা বলেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দুর্নীতি বন্ধে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা নেই বললেই চলে। বাকস্বাধীনতাও কেড়ে নেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো লাঠিয়াল বাহিনীর কাছে জিম্মি। অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সর্বোপরি দেশ-জাতি একটি মহাসংকটকাল অতিক্রম করছে।

সর্বশেষ খবর