মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সাবেক এমপি আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর

দিনাজপুর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর-৪ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান মিয়া এবং চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নূর-এ-আলম সিদ্দিকী নয়নের জামিন নামঞ্জুর করে আদালত জেলহাজতে পাঠিয়েছেন।

রবিবার দুপুরে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিরিরবন্দর আমলি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মো. মনিরুজ্জামান সরকার জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠান।

গত ২৯ অক্টোবর পুলিশের দায়ের করা নাশকতা মামলায় আখতারুজ্জামান মিয়া ও নূর-এ-আলম সিদ্দিকী নয়ন হাই কোর্ট থেকে জামিন নিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছিলেন। জামিন নামঞ্জুর হলেও আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাবেক সংসদ সদস্যের জন্য কারাগারে ডিভিশন মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২৯ অক্টোবর দিনাজপুরের দশমাইল থেকে রংপুর মহাসড়কে উপজেলার রাণীরবন্দরে রাস্তা ব্যারিকেড দিয়ে যানবাহন ভাঙচুর-চেষ্টার অভিযোগে চিরিরবন্দর থানার এসআই নিতাইচন্দ্র রায় বাদী হয়ে আখতারুজ্জামান মিয়াসহ বিএনপি-জামায়াতের ২০ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত শতাধিক নেতা-কর্মীর নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(১)(৩) ধারায় নাশকতা মামলা করেন।

 

 

সর্বশেষ খবর