বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ভারতের ঝাড়খন্ডে ট্রেন দুর্ঘটনায় ১২ জনের মৃত্যুর আশঙ্কা

দীপক দেবনাথ, কলকাতা

প্রাণ বাঁচাতে ট্রেন থেকে রেললাইনে ঝাঁপ। আর তখনই সেসব যাত্রীকে চাপা দিয়ে চলে গেল উল্টো দিক থেকে আসা আরেকটি ট্রেন। আর তাতেই প্রাণ গেল বেশ কয়েকজন যাত্রীর। আহত হয়েছেন একাধিক যাত্রী। যার মধ্যে কিছু যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। নিহত বা আহতের সংখ্যা নিয়ে রেলের তরফে সরকারিভাবে কোনো তথ্যই জানানো হয়নি। তবে স্থানীয় সূত্রে খবর, নিহতের সংখ্যা কমপক্ষে ১২। আহত অর্ধশতাধিক। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়খন্ড রাজ্যের জামতারা এলাকার কালাঝারিয়া রেলস্টেশনে। জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে অঙ্গ এক্সপ্রেস যখন কালাঝারিয়া রেলস্টেশনের কাছে পৌঁছায়, তখন ওই ট্রেনের চালক দূর থেকে রেললাইনে ধুলো উড়তে দেখেন। রেললাইন থেকে আগুনের ধোঁয়া নির্গত হতেও দেখেন। স্বাভাবিকভাবেই ট্রেন থামাতে বাধ্য হন চালক। আর সেই আগুন আতঙ্ক ছড়িয়ে পড়তেই অঙ্গ এক্সপ্রেস থেকে পাশের লাইনে ঝাঁপ দিতে থাকেন যাত্রীরা। এরই মধ্যে উল্টো দিকে ওই লাইনে চলে আসে ঝাঁজা-আসানসোল ইলেকট্রিক ট্রেন। আর তখনই চাপা পড়ে একাধিক যাত্রী। তাতেই ঘটে এ হতাহত। ডাউন লাইন দিয়ে অঙ্গ এক্সপ্রেসটি ভাগলপুর থেকে যশবšপুরের উদ্দেশে যাচ্ছিল। আপ লাইন দিয়ে অন্য ট্রেনটি আসানসোল থেকে বৈদ্যনাথধাম যাচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও রেলের কর্মকর্তারা। পৌঁছায় মেডিকেল টিম, অ্যাম্বুলেন্সও। শুরু হয় উদ্ধারকাজ, যদিও আলোর অভাবে শুরুতে উদ্ধারকাজ ব্যাহত হয়।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশগুলো হাসপাতালে নেওয়া হয়েছে এবং শনাক্তকরণের চেষ্টা চলছে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা কৌশিক মিত্র জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রেড (জেএজি) কমিটি গঠন করা হয়েছে।

সর্বশেষ খবর