শনিবার, ২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

চলতি সপ্তাহেই ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন পিঁয়াজ আসছে

নিজস্ব প্রতিবেদক

রমজান সামনে রেখে এ সপ্তাহের শুরুতেই দেশের বাজারে আসছে ভারতীয় পিঁয়াজ। ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের ফরেন ট্রেডের ডিরেক্টর জেনারেল সন্তোষ কুমার স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে বাংলাদেশের জন্য ৫০ হাজার মেট্রিক টন পিঁয়াজের অনুমোদন দেয় ভারত। গতকাল জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক আতিয়া সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরেই দেশের বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে পিঁয়াজ। প্রতি বছর রমজান মাসে পিঁয়াজের চাহিদা থাকে অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। এমন প্রেক্ষাপটে আসন্ন রমজানে পিঁয়াজের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন বাজার সংশ্লিষ্টরা। এ অবস্থায় আসন্ন রমজানে বাজারে সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে রোজার আগেই ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন পিঁয়াজ আমদানি করছে সরকার।

 

সর্বশেষ খবর