মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ইভিএমে অনিয়মের সুযোগ নেই, শতভাগ স্বচ্ছ : ইসি হাবিব

পটুয়াখালী প্রতিনিধি

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, ইভিএম হচ্ছে স্বচ্ছতার প্রতীক, অনিয়মের সুযোগ নেই। পৌরসভা নির্বাচন উপলক্ষে পটুয়াখালীতে ভোট গ্রহণ কর্মকর্তা, প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসারদের ব্রিফিং এবং প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তিন দফা ব্রিফিং এবং মতবিনিময় সভা শেষে রবিবার রাত সাড়ে ৯টায় দরবার হলে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক ব্রিফিং করে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, পৌরসভা নির্বাচনে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রার্থী ও ভোট গ্রহণ কর্মকর্তাদের একটিই বার্তা দিয়েছি, অবাধ সুষ্ঠু নিরেপক্ষ নির্বাচন, কোনো প্রকার অনিয়ম প্রশ্রয় দেওয়া হবে না। জনগণ যাকে খুশি তাকে ভোট দিয়ে নিজের পছন্দমতো নেতা বা প্রতিনিধি নির্বাচন করবে। কোনো ভোট কেন্দ্রে যদি প্রভাব বিস্তার বা কোনো রকম জটিলতা সৃষ্টি করে তবে সেই ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হবে।

এ সময় কমিশনার আহসান হাবিব খান আরও বলেন, যারা বুথে ঢুকে অন্যের ভোট দেয়, তারা ডাকাত। আমি আগেও এদের ডাকাত বলেছি। এদের প্রতিহত করতেই হবে। এর আগে রবিবার দুপুরে তিনি পটুয়াখালী সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষে তাকে ফুলেল শুভেচছা ও গার্ড অব অনার প্রদান করা হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে সভায় ভারপ্রাপ্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার নির্বাচনে রিটার্নিং অফিসার আবি শাহানুর খান প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর