বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সিগারেটের ফিল্টার ও ভেপোরাইজার নিষিদ্ধের দাবিতে প্রজ্ঞার চিঠি

সিগারেটের ফিল্টার ও ভেপিং পণ্যে ব্যবহৃত প্লাস্টিক নিষিদ্ধের মাধ্যমে প্লাস্টিক দূষণ মোকাবিলার দাবি জানিয়েছে স্টপ টোব্যাকো পলিউশন অ্যালায়েন্স সদস্য গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে এ আহ্বান জানানো হয়। ‘প্রজ্ঞা’র চিঠিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি)-এর ১৮৩টি সদস্য দেশের অংশগ্রহণে ২০২৪ সালে অনুষ্ঠিত কপ-১০-এর সভায় গৃহীত আর্টিক্যাল ১৮ (পরিবেশ সুরক্ষা) বিষয়ক যুগান্তকারী সিদ্ধান্ত তুলে ধরে।

তামাকের পরিবেশ দূষণ বিষয়ে প্রজ্ঞার নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের বলেন, ‘বাংলাদেশে প্রতি বছর প্রায় ৭১ বিলিয়ন সিগারেট ফিল্টার বর্জ্য হিসেবে ছড়ায়। সিগারেট ফিল্টার প্রকৃতির সঙ্গে মিশতে প্রায় এক দশক সময় নেয় এবং মিশে যাওয়ার সময় ৭ হাজারেরও বেশি রাসায়নিক পদার্থ নির্গত করে। প্লাস্টিক দূষণ মোকাবিলায় সরকারের উচিত সিগারেট ফিল্টার ও ভেপোরাইজার নিষিদ্ধ করা।’ –বিজ্ঞপ্তি

 

সর্বশেষ খবর