রবিবার, ১০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবি

নিজস্ব প্রতিবেদক

পবিত্র মাহে রমজানের আগেই দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবি জানিয়েছে খেলাফত মজলিস। গতকাল পল্টনের সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক থেকে এ দাবি জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের নায়েবে আমির অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় বক্তব্য রাখেন নায়েবে আমির অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী প্রমুখ।

বৈঠকে বক্তারা বলেন, প্রতি বছর রমজান কাছাকাছি আসলে দেশে সিন্ডিকেট চক্র নিয়ন্ত্রণহীন হয়ে ওঠে। মনে হয় দেশে প্রশাসন বলতে কিছুই নেই। দলীয় পরিচয়ে বেড়ে ওঠা এসব অসাধু ব্যবসায়ীরা সর্বদা সরকারি আনুকূল্য পেয়ে এমন বেপরোয়া হয়ে ওঠে। তারা আরও বলেন, একদিকে এই চক্র মানুষকে জিম্মি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি করছে অন্যদিকে ভ্যাট-ট্যাক্স বাড়িয়ে দিয়ে সরকার তা মানুষের ক্রয়ক্ষমতার বাইরে নিয়ে গেছে।

সর্বশেষ খবর