মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

উত্তরার ফ্লাটে রক্তাক্ত জোড়া লাশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ইব্রাহিম শেখ অপূর্ব (২৮) ও মৌসুমী আক্তার (৩৫)-এর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে ইব্রাহিম শেখের বাড়ি ফরিদপুর এবং মৌসুমি আক্তারের বাড়ি চাঁদপুর জেলায়। গতকাল রাত সাড়ে ১০টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের ২৮ নম্বর বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা আনোয়ার জানান, তারা দুজন বাসার ভেতরে ছিলেন। কিন্তু দীর্ঘসময় তাদের কোন সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা ডাকাডাকি করে। এতেও কোনো সাড়া না পেয়ে তারা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ এসে বাড়ির মালিককে সাথে নিয়ে দরজা ভেঙে ভেতরে লাশ দুটি দেখতে পায়। নারীর লাশ গলাকাটা অবস্থায় বিছানায় পড়ে ছিল। পাশে ছিল একটি রক্তাক্ত চাকু। আর গলার মধ্যে প্লাস্টিকের তার প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়েছিল যুবকের লাশ।

সর্বশেষ খবর