বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সেচ পাম্প চালু থাকবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সেচ মৌসুমে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সারা দেশে বৈদ্যুতিক সেচ পাম্পগুলো চালু রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল বিদ্যুৎ ভবনে রমজান, গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে বিদ্যুৎ ও শিল্প শ্রেণিতে গ্যাস বরাদ্দ সংক্রান্ত সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, রমজান মাস উপলক্ষে মার্চে বিদ্যুৎ ও জ্বালানি নিরবচ্ছিন্ন রাখার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। মার্চে হয়তো কিছু সময় বিভ্রাট হতে পারে। তবে আমরা আশা করছি খুব বেশি সমস্যা হবে না। মূলত পুরো মার্চে অর্থাৎ রমজানে আমরা চেষ্টা করব নিরবচ্ছিন্ন জ্বালানি সাপেক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার।

প্রতিমন্ত্রী বলেন, আমরা দুটি ঘোষণা দিতে চাই। সেচ মৌসুম শুরু হয়ে গেছে। আমরা এরই মধ্যে টাইম টেবিল ঠিক করেছি। রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সারা দেশে বিদ্যুতের সেচ পাম্পগুলো চালু রাখা হবে। সিএনজি স্টেশনগুলো বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে। ঈদের আগে ৭ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা চলবে। এভাবে আমরা এনার্জি প্ল্যানিং করেছি।

 

সর্বশেষ খবর