বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সিন্ডিকেট ভেঙে বাজারে স্বস্তি ফেরানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক

অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে বাজারে স্বস্তি ফেরানোর আহ্বান জানিয়েছে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

গতকাল রাজধানীর কারওয়ান বাজারের কিচেন মার্কেটের সামনে আয়োজিত সচেতনতামূলক ক্যাম্পেইনে এ আহ্বান জানান ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূইয়া। এ সময় তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকার কিছু পণ্যের দাম নির্ধারণ করে দিলেও তা কার্যকর হয়নি। ভোক্তা তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বাজারের এ অস্থিরতার জন্য অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট দায়ী। তাই সিন্ডিকেট ভেঙে বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে হবে। এ বিষয়ে গণমাধ্যমকে আরও বেশি দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

হুমায়ুন কবির আরও বলেন, ‘ভোক্তাদের অধিকার আদায়ে আমাদের আন্দোলনের ফসল হিসেবে ২০০৯ সালে সরকার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সৃষ্টি করে। তবে তাদের আইনি বাধ্যবাধকতা থাকায় জোরালো ব্যবস্থা নিতে পারছে না।’

ক্যাবের সিনিয়র সহসভাপতি জামিল চৌধুরী বলেন, ‘ভোক্তাস্বার্থ সংরক্ষণে ভারত ১৯৯৭ সালে ভোক্তাবিষয়ক মন্ত্রণালয় গঠন করেছে। কিন্তু বাংলাদেশ এখনো সেটা করতে পারেনি। ফলে ভোক্তারা দেশে তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাই ভোক্তা অধিকার নিশ্চিত করতে পৃথক ভোক্তা মন্ত্রণালয় গঠন করতে হবে।’

সর্বশেষ খবর