শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সরকার ব্যস্ত ক্ষমতা ধরে রাখতে

কর্নেল অলি

নিজস্ব প্রতিবেদক

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, সরকার ব্যস্ত শুধু ক্ষমতা ধরে রাখতে। দেশের ও জনগণের সমস্যা সমাধান বা দেখার কেউ নেই। বিগত কয়েক বছর ধরে দেশে অপরাজনীতি, জালভোট কালচার, জবাবদিহিতাহীনতা এবং একদলীয় পদ্ধতির শাসন প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে সরকার। এর ফলে দেশ ক্রমশ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। গতকাল রাজধানীর মগবাজারে লিবারেল ডেমোক্রেটিক পার্টির অঙ্গ সংগঠন গণতান্ত্রিক সাংস্কৃতিক দলের ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। গণতান্ত্রিক সাংস্কৃতিক দলের সদস্য সচিব কাশেম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাড. এস এ ম মোরশেদ, অধ্যক্ষ স্যাকলায়েন, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপিকা কারিমা খাতুন, যুগ্মমহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসেম, প্রচার সম্পাদক অ্যাডভোকেট মফিজুল ইসলাম নিলু, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সভাপতি নূরে আলম, গণতান্ত্রিক ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্নেল অলি বলেন, পৃথিবীর সর্বমোট ১৪৩টি দেশে জরিপ করা হয়েছে, তাও আবার জাতিসংঘের তত্ত্বাবধানে। তারা সুখী দেশের তালিকা প্রকাশ করেছেন। এতে বাংলাদেশের অবস্থান ১২৯তম। যা গত বছর ছিল ১১৮তম। এতেই বোঝা যায় বর্তমান সরকার পর্যায়ক্রমে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। অন্যদিকে চারদিকে যুদ্ধের দামামা বাজছে, সবকিছুর মূল্য ৫ থেকে ৭ গুণ বেশি, বিভিন্ন খাদ্যদ্রব্যের সংকট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আগামী দিনগুলোতে এই সংকট আরও প্রকট আকার ধারণ করার আশঙ্কা খুবই বেশি। ওই সময় বর্তমান সরকারের অবস্থা কী হতে পারে। সুতরাং এখনো সময় হাতে আছে, মনে রাখতে হবে আমরা কেউ চিরদিন বেঁচে থাকার ভিসা নিয়ে পৃথিবীতে আসিনি। ফিরে যেতে হবে। নতুন প্রজন্মের আগমন ঘটবে, তাদেরকে আমরা কী ধরনের বাংলাদেশ দিয়ে যাচ্ছি। ফ্লাইওভার, হাইওয়ে আর পদ্মা সেতু খেয়ে কি জীবন রক্ষা পাবে? প্রয়োজন চরম আত্মত্যাগ।

সর্বশেষ খবর