রবিবার, ২৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে এনএসই বোর্ডের পরিচালক বাংলাদেশি ওসমান সিদ্দিক

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

যুক্তরাষ্ট্রে এনএসই বোর্ডের পরিচালক বাংলাদেশি ওসমান সিদ্দিক

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এডুকেশন (এনএসই) বোর্ডের পরিচালনা পর্ষদের সদস্য হয়েছেন বাংলাদেশি আমেরিকান এম ওসমান সিদ্দিক (৭৪)। ২২ মার্চ হোয়াইট হাউস আরও ছয়জন বোর্ড মেম্বারের সঙ্গে রাষ্ট্রদূত ওসমান সিদ্দিকের নাম ঘোষণা করেছে। কিশোরগঞ্জের সন্তান ওসমান সিদ্দিক এর আগে ১৯৯৯ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ফিজিতে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। ওসমান সিদ্দিক ছিলেন প্রথম আমেরিকান মুসলিম; যিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের নিযুক্তি পেয়েছিলেন।

ন্যাশনাল সিকিউরিটি এডুকেশন বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী লয়েড জে অস্টিন (থার্ড)। এর স্থায়ী সদস্যরা হলেন পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী, জ্বালানিমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক এবং ন্যাশনাল অ্যানডোউমেন্ট ফর দ্য হিউম্যানিটিজের চেয়ারপারসন।

ওসমান সিদ্দিক জানান, এমন একটি গুরুত্বপূর্ণ ইনস্টিটিউটের পরিচালক হিসেবে নিয়োগে নিজেকে সম্মানীত বোধ করছি।

সর্বশেষ খবর