শিরোনাম
সোমবার, ২৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সিলিন্ডারের আগুনে দগ্ধ আরও দুজন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হওয়া রোগীদের মধ্যে আরও দুজন মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ জনে। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার রাত ৮টার দিকে নাদিম (২২) এবং রাত ৩টা ২০ মিনিটে লালন (২৪) নামে আরেক রোগী মারা যান। তারা দুজনই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন পাঁচজন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ১০ জন। নাদিমের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গিয়েছিল এবং শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার বাড়ি জামালপুরে। তিনি পেশায় পোশাকশ্রমিক ছিলেন। এ ঘটনায় দগ্ধ লালনের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। পরিবার জানায়, লালন পেশায় পোশাকশ্রমিক ছিলেন। তিনি কালিয়াকৈরের একটি কারখানায় কাজ করতেন। থাকতেন কালিয়াকৈরের তেলিরচালায়। তার বাড়ি সিরাজগঞ্জের কাজীপুরে। বাবার নাম ময়নাল হক। লালনের একটি শিশুসন্তান রয়েছে।

গ্যাসে আগুন লেগে মোট ৩৬ জন দগ্ধ হয় গত ১৩ মার্চ সন্ধ্যায়, গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালায়। তাদের মধ্যে ৩৪ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।

সর্বশেষ খবর