সোমবার, ২৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ভারতীয় পণ্য বর্জনের রাজনীতি প্রতিহতের আহ্বান জাসদের

নিজস্ব প্রতিবেদক

ভারতীয় পণ্য বর্জনের নামে বিএনপি-জামায়াত ক্ষমতা পুনর্দখলের জন্য পাকিস্তান আমলের বস্তাপচা নোংরা রাজনীতি শুরু করেছে জানিয়ে এ অপরাজনীতিকে প্রতিহত করার আহ্বান জানিয়েছে জাসদ। গতকাল জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে তারা বলেন, ‘বয়কট ভারত’ বা ‘ভারতীয় পণ্য বর্জন’ কোনো নিষ্পাপ সামাজিক আন্দোলন বা জাতীয় অর্থনীতিকে স্বাবলম্বী ও শক্তিশালী করার জাতীয় অর্থনৈতিক আন্দোলন নয়। যারা ভারতীয় জুজুর ভয় দেখিয়ে ভারত বিরোধিতার রাজনীতি করেছে। তারা অতীত বা বর্তমানে জনজীবনের সমস্যা ও সংকটের সমাধান করে জনজীবনে স্বস্তি এবং জীবনমান উন্নয়ন করতে পারেনি।

এ ছাড়া জাতীয় অর্থনীতিকে আরও স্বাবলম্বী, শক্তিশালী ও গণমুখী ধারায় প্রবাহিত করার বিষয়ে কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক বা অর্থনৈতিক প্রস্তাবনা দিতে পারেনি।

সর্বশেষ খবর