শিরোনাম
বুধবার, ২৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা
ফেসবুকে চাকরির বিজ্ঞাপন

২ কোটি টাকা আত্মসাৎ ছয় প্রতারক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ড্রিম লাইফ লজিস্টিক সার্ভিস কোম্পানি লিমিটেড নামে ফেসবুকে চাকরির বিজ্ঞাপন দিয়ে সংঘবদ্ধ একটি প্রতারক চক্র সাধারণ মানুষের প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী ও খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- সজীব হোসেন ওরফে সেলিম রেজা, ফজলে রাব্বি, স্বপ্না খাতুন ওরফে রিয়া মনি, মোতাসিম বিল্লাহ ওরফে তামিম, নাজিম উদ্দিন নয়ন ও তামান্না ইসলাম লিজা ওরফে আইরা। এই চক্রের আরেক সদস্য মারুফ হাওলাদার ওরফে মিজানুর রহমান ওরফে বাবু পলাতক রয়েছেন। গতকাল এসব তথ্য জানান ডিএমপির ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম। তিনি বলেন, গত সোমবার লাবণী বেগম নামে ডেমরার একজন ভুক্তভোগী সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পাঁচ-সাতজনকে আসামি করে ডেমরা থানায় একটি মামলা করেন। ওই মামলার তদন্তে প্রতারক চক্রের ছয়জনকে গ্রেফতার করা হয়। তারা ওই কোম্পানির নাম ব্যবহার করে ফেসবুকে চাকরির প্রলোভন দেখিয়ে দেশের ৬৪ জেলায় এজেন্ট নিয়োগের কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে নিয়ে টাকা আত্মসাৎ করতেন। ইতোমধ্যে তারা বিকাশ ও নগদ অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ করেছেন।

 

 

সর্বশেষ খবর