শিরোনাম
বুধবার, ২৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা

রাজধানীর সড়কে ঝরল দুই প্রাণ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- চকবাজারে শফিউদ্দিন (৬৭) ও শ্যামপুরে মো. সেলিম (৪৮)। সোমবার রাতে ঘটনা দুটি ঘটে। তাদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

সেলিমের ভাই মো. ওয়াসিম জানান, তার ভাই শ্যামপুর মডেল স্কুলের পাশে এরিস্টোফার্মার ফ্যাক্টরির ইঞ্জিনিয়ারিং সেকশনের সুপারভাইজার ছিলেন। তিনি কাজ শেষে রাতে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। পথে পোস্তগোলা টেম্পোস্ট্যান্ড এলাকায় একটি বড় যানবাহন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার স্ত্রীর নাম মিলন। ওই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার নয়াবাড়িতে।

এদিকে একই দিন রাতে চকবাজারে নিরব হোটেলের সামনে দুই ট্রাকের মাঝে চাপা পড়ে শফিউদ্দিনের মৃত্যু হয়েছে। তিনি চকবাজারের নাজিম উদ্দিন রোডের স্থায়ী বাসিন্দা ছিলেন। মৃতের ছেলে মো. রাকিব হোসেন বলেন, ওই সময়ে তিনি নামাজ পড়ে বের হয়েছিলেন।

 

 

সর্বশেষ খবর