বুধবার, ২৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা

৫৩ বছর পরও ন্যায়বিচার প্রতিষ্ঠা লাভ করেনি

খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর অতিক্রম হলেও আজও সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা লাভ করেনি। মুক্তিযোদ্ধারা এ তিন মৌলিক চেতনাকে সামনে রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। অনেক ত্যাগতিতিক্ষার পর তারা দেশ স্বাধীন করেছিলেন। দেশে বারবার সরকার পরিবর্তন হয়েছে; কিন্তু মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার জন্য জনগণকে আজও লড়াই করতে হচ্ছে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসাইনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন- মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা জিয়াউল হক শামীম, মাওলানা ফেরদাউস বিন ইসহাক, ড. আবদুল লতিফ মাসুম, ডা. আবদুল্লাহ খান, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিলসহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারা।

 

সর্বশেষ খবর