শনিবার, ৩০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বদর মুসলিম উম্মাহর চেতনার বাতিঘর

সভায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ঐক্য আন্দোলনের উদ্যোগে বদর দিবসের আলোচনায় নেতৃবৃন্দ বলেছেন, বদরের যুদ্ধ ছিল হক ও বাতিলের চূড়ান্ত লড়াই। বদরের যুদ্ধ মুসলিম উম্মাহর চেতনার বাতিঘর। এই যুদ্ধের মাধ্যমে হক বাতিল চিরদিনের জন্য পৃথক হয়ে যায়। গতকাল পুরানা পল্টনে এক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। নগর আমির মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ঐক্য আন্দোলনের সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া।

আরও বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, কাজী আবুল খায়ের, মোস্তফা তারেকুল হাসান, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, ডা. মুস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

বক্তারা বলেন, মক্কার জীবনে চরম নির্যাতনের মধ্যেও রাসূলুল্লাহ (সা.) সাথীদের নিয়ে বাতিলের সঙ্গে আপস করেননি।

সর্বশেষ খবর