শিরোনাম
সোমবার, ১ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

‘অনিয়মে ডুবছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স’ শিরোনামে গত ২৪ মার্চ বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রতিবাদপত্রে বলা হয়, ‘প্রতিবেদনে ২০২১ সালে কোম্পানির তৎকালীন চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক হাসান আহমেদকে অবৈধভাবে সরিয়ে দেন বি এম ইউসুফ আলী ও মোস্তফা হেলাল কবির এবং এক্ষেত্রে কোনো নিয়মনীতির তোয়াক্কা করা হয়নি বলে উল্লেখ করা হয়েছে যা ভিত্তিহীন। নির্ধারিত সময় পর হাসান আহমেদ সরে দাঁড়ান এবং কোম্পানির পর্ষদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমেই নতুন চেয়ারম্যান নির্বাচিত হন। হাসান আহমেদ ও তার পরিবারকে মামলা-হামলা, হুমকি ও ভয়ভীতি দেখানোসহ বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে অর্থসম্পদ লুটপাটের বিষয়টিও সত্য নয়। কোম্পানির ভাইস চেয়ারম্যান কবির আহমেদ একজন সুস্থ-সবল মানুষ, বাকপ্রতিবন্ধী নন।’

প্রতিবেদকের বক্তব্য : প্রতিবেদনটি বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) দেওয়া অভিযোগপত্র, সিএমএম আদালতের অভিযোগনামা এবং দুদকের অনুসন্ধান প্রতিবেদনের তথ্য-উপাত্তের ভিত্তিতে তৈরি করা।

সর্বশেষ খবর