বুধবার, ৩ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

প্যারিস অলিম্পিক অনুষ্ঠানে প্রফেসর ইউনূস

নিজস্ব প্রতিবেদক

ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘অলিম্পিক ২০২৪’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। ২১ মার্চ প্যারিসের মেয়র অ্যান হিদালগোর নেতৃত্বে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্যারা-অলিম্পিক গেমসের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতি মেয়র হিদালগো এবং লা ক্যানোর প্রধান নির্বাহী এলিসা ইয়াভচিজসহ প্যারিসের মনোরম সিটি হলে উপস্থিত ৮ শতাধিক অভ্যাগত সমবেতভাবে দাঁড়িয়ে তুমুল করতালির মাধ্যমে প্যারিস ২০২৪ অলিম্পিক ডিজাইনে প্রফেসর ইউনূসের অবদানকে অভিনন্দন জানান। ঢাকার ইউনূস সেন্টার গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, সাম্প্রতিক ফ্রান্স সফরকালে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস সামাজিক ব্যবসাভিত্তিক অলিম্পিকের অগ্রগতি নিয়ে বিভিন্ন ফোরাম ও বৈঠকে আলোচনা করেন। ২০-২২ মার্চ ফ্রান্সের বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানে তিনি ক্ষুদ্র ঋণ, দারিদ্র্য দূরীকরণে ক্রীড়ার গুরুত্বপূর্ণ ভূমিকা, এবং প্যারিস অলিম্পিক ২০২৪ আয়োজনে সামাজিক ব্যবসার ভূমিকা নিয়ে তাঁর রূপকল্প সবার কাছে তুলে ধরেন। এ ছাড়া ২১ মার্চ ইউরোপের বৃহত্তম ব্যাংক ‘বিএনপি পারিবেশ’-এর আমন্ত্রণে এক বিশেষ সমাবেশে ভাষণ দেন প্রফেসর ইউনূস। প্যারিস ইমপ্যাক্ট নেটওয়ার্কের অন্তর্র্ভুক্ত বিভিন্ন ব্যাংক ও ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের ৫০ জনের বেশি ফরাসি বিশেষজ্ঞের এ সমাবেশে তিনি বক্তব্য দেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সর্বশেষ খবর