রবিবার, ৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

কুষ্টিয়ায় জাসদ ছাত্রলীগ নেতাকে হাত-পায়ের রগ কেটে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় পূর্ব বিরোধের জেরে ফিল্মি স্টাইলে হাত-পায়ের রগ কেটে ও বীভৎসভাবে কুপিয়ে হত্যা করেছে এক জাসদ ছাত্রলীগ নেতাকে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় হামলায় আহত হওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহত নাইফ আহমেদ তুষার ঢাকা প্রাইম ইউনিভার্সিটিতে বিএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ও মোকারিমপুর ইউনিয়ন জাসদ ছাত্রলীগের সহসম্পাদক এবং তার বাবা রবিউল ইসলাম রবি ইউনিয়ন জাসদের সাংগঠনিক সম্পাদক। এ রিপোর্ট লেখা পর্যন্ত গতকাল বিকালে লাশ নিয়ে কুষ্টিয়ার দিকে ফিরছিলেন নিহতের বাবা। দাফনের পর পরিবারের পক্ষ থেকে মামলা করবে বলে জানিয়েছে পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের জন্য জেমস নামে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, হত্যায় জড়িতদের সম্পর্কে ধারণা পেয়েছে পুলিশ, তাদের ধরতে অভিযান চলছে। এলাকায় পুলিশ প্রহরা বসানো হয়েছে। ঘটনার প্রাথমিক তদন্ত করে পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তা মো. শাহীন জানান- শুক্রবার সন্ধ্যায় তুষার ও তার বন্ধু তন্ময়, জেমস গোলাপনগর বাজার পার্শ্ববর্তী মো. রবিউলের চায়ের দোকানে লুডু খেলছিলেন। হঠাৎ ৯-১০টি মোটরসাইকেলে ১৭-১৮ জনের একটি দল রবিউলের চায়ের দোকানের সামনে এসে দাঁড়ায়। প্রথমে তারা কিছুক্ষণ মোটরসাইকেলের হর্ন বাজিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর মোটরসাইকেল থেকে নেমে রাব্বি হোসেন, অমিত রায়, রিমন, সিজার আলী, জুয়েল আলী, রিপন, জীবনসহ হামলাকারীরা তুষারকে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তুষার দৌড়ে পার্শ্ববতী খাইরুল ইসলামের বাড়ির সামনে গিয়ে পাকা রাস্তার ওপর পড়ে যায়। তখন তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। সন্ত্রাসীরা তার শরীরে অর্ধশতাধিক আঘাত এবং দুই পা ও হাতের রগ বিচ্ছিন্ন করে দেয়। তাছাড়া পিঠে একাধিক গভীর ক্ষতের চিহ্ন দেখা গেছে। পরে স্থানীয় লোকজন তুষারকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তুষারের শারীরিক অবস্থার অবনতি দেখে রাজশাহী মেডিকেলে প্রেরণ করেন। সেখানে রাত ১০টা ২৫ মিনিটে তার মৃত্যু হয়। গোয়েন্দা কর্মকর্তা মো. শাহীন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, গত বছরের সেপ্টেম্বরে ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল হোসাইন সোহাগকে মারপিটের মামলায় নাইফ আহমেদ তুষার আসামি ছিলেন। এ ঘটনায় প্রতিশোধপরায়ণ হয়েই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের বোন শাপলা জানান, তুষার ঢাকা প্রাইম ইউনিভার্সিটিতে বিএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। ১৭ রোজায় ছুটিতে তিনি ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন। তুষারের বাবা রবিউল ইসলাম রবি বলেন, ছেলের লাশ নিয়ে রাজশাহী থেকে বাড়ি ফিরছি। কেন, কী কারণে আমার সন্তানকে খুন করা হতে পারে, তা এই মুহূর্তে বলতে পারছি না।

অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মহসীন আল মুরাদ বলেন, প্রাথমিকভাবে জেমস নামে তুষারের এক বন্ধুকে আটক করা হয়েছে। এদিকে জাসদ ছাত্রলীগ নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এই এলাকার বাসিন্দা জাসদ সভাপতি হাসানুল হক ইনু গত জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে পরাজিত হয়েছেন। এখানে জয়লাভ করেছে আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন। এই সংসদীয় এলাকায় জাসদ ও আওয়ামী লীগের মধ্যে প্রভাব বিস্তার নিয়ে বিরোধ রয়েছে।

সর্বশেষ খবর