রবিবার, ৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

খালেদা জিয়াকে তাঁর ওপর লেখা বই দেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন, আন্দোলন ও সংগ্রামের গল্প নিয়ে লেখা ‘বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম’ বইটি তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় বেগম খালেদা জিয়ার হাতে তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। সাংবাদিক মাহফুজউল্লাহর লেখা ইংরেজি বইটির অনুবাদ করেছেন অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। বইটি তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আফরোজা খানম রিতাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ সময় তাঁরা চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁর সুস্থতা কামনা করেন।

মঈন খানের বাসায় ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের সঙ্গে ইফতার ও নৈশভোজে অংশ নিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক। গতকাল সন্ধ্যায় রাজধানীর গুলশানে মঈন খানের বাসায় এই নৈশভোজে অংশ নেন কুক। এ সময় তাদের মধ্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং মঈন খানের ব্যক্তিগত সহকারী বাহাউদ্দীন ভূইয়া মিল্টন এ তথ্য জানিয়েছেন। এর আগেও বেশ কয়েকবার মঈন খানের সঙ্গে বৈঠক করেন সারাহ ক্যাথেরিন কুক। তবে বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা নিশ্চিত করা যায়নি।

সর্বশেষ খবর