সোমবার, ৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ফেনীতে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে ৬ নিহতের ঘটনায় গেটম্যান সাইফুল গ্রেফতার

ফেনী প্রতিনিধি

ফেনী সদরের ফাজিলপুর ও ছাগলনাইয়া এলাকার মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় ছয়জনের মৃত্যুর ঘটনায় মহুরীগঞ্জ রেলওয়ের গেটম্যান সাইফুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল তাকে গ্রেফতার করা হয়। গেটম্যানের অবহেলার কারণে, গেট ব্যারিয়ার না নামানোর কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা যায়। ঘটনার পর সাইফুলকে প্রধান আসামি করে মামলা হয়েছিল।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।  স্থানীয়রা অভিযোগ করেন, ট্রেন চলাচলের সময় গেট না ফেলার কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল।  প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার পূর্ব ফাজিলপুর মুহুরীগঞ্জ ব্রিজসংলগ্ন এলাকায় ই/৩২(১) নং রেলগেটে সকাল সাড়ে ৮টার দিকে গেটম্যান দায়িত্ব¡রত অবস্থায় সেখানে ছিল না। এ সময় চট্টগ্রামগামী মেইল ট্রেন অতিক্রম করার সময় গেটবেরিয়ার দাঁড়া অবস্থায় ছিল। ওই সময় বালুবাহী ট্রাক রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনায় পতিত হয়। পুলিশ সুপার মো. জাকির হাসান জানিয়েছেন, বালুবাহী ট্রাক রেলক্রসিং করার সময় ট্রাকের ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর