বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

চট্টগ্রামে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়া জেনারেল হসপিটালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলার ঘটনায় পুলিশ রফিক হাসান (৪৬) নামের একজনকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার রাতে পটিয়া পৌর সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গত ১০ এপ্রিল রাতে পটিয়া জেনারেল হসপিটালের জরুরি বিভাগে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত সাইফুল্লাহ পলাশ নামের এক রোগীকে চিকিৎসা দিতে দেরি করার অভিযোগে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রক্তিম দাশকে মারধর করা হয়। এতে ডা. রক্তিম দাশ শরীর ও মাথায় আঘাত পান। এ ঘটনায় গত ১১ এপ্রিল রাতে পটিয়া জেনারেল হসপিটালের নির্বাহী পরিচালক এস এইচ খাদেমী বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ সৈয়দকে হুকুমের আসামি করা হয়। অন্য আসামিদের মধ্যে আছেন, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ মুকুল, মোহাম্মদ টিপু, রফিক হাসান, মোহাম্মদ সৈয়দসহ ১০-১২ জন। এদিকে, পটিয়া জেনারেল হসপিটালের জরুরি বিভাগে ডা. রক্তিম দাশের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ডাক্তারদের বিভিন্ন সংগঠন। গতকাল দুপুরে পটিয়া উপজেলা চত্বরে পটিয়া ডক্টর ক্লাব, পটিয়া সম্মিলিত চিকিৎসক পরিষদ, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মিজানুর রশিদ আলমদার, ডক্টর ক্লাবের সমন্বয়ক ডা. হুমায়ুন রশীদ চৌধুরী, পটিয়ার সম্মিলিত চিকিৎসক পরিষদের আহ্বায়ক সহকারী অধ্যাপক ডা. এ কে এম মহিউদ্দিন মানিক, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট ডা. কাজী ফারহানা নূর, মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ ওসমান প্রমুখ। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে ডা. রক্তিম দাশের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

সর্বশেষ খবর