রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

রওশন অনুসারী জাতীয় পার্টির নির্বাহী কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

সাবেক বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্যদের নাম ঘোষণা করা হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী দলের মহাসচিব কাজী মো. মামুনূর রশিদের সুপারিশে গতকাল কমিটি অনুমোদন করেন পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদ। তারা হলেন- নির্বাহী প্রেসিডিয়াম সদস্য রফিকুল হক হাফিজ, অধ্যাপক নুরুল ইসলাম মিলন, ফখরুজ্জামান জাহাঙ্গীর, জাফর ইকবাল সিদ্দিকী, কারি হাবিবুল্লাহ বেলালী, ডা. কে আর ইসলাম, নিগার সুলতানা রাণী, আবুল কাশেম সরকার, ইয়াহিয়া চৌধুরী, শফিকুল ইসলাম শফিক, শংকর পাল, আমানত হোসেন আমানত, জাহাঙ্গীর আলম পাঠান, হাজী মো. ফারুক, আবদুল গাফ্ফার বিশ্বাস, নুরুল ইসলাম নুরু, তুহিনুর রহমান (নুরু হাজী); উপদেষ্টা- এম এ গোফরান, এম এ কুদ্দুস খান।

ভাইস চেয়ারম্যান শেখ আলমগীর হোসেন, মোস্তাকুর রহমান মোস্তাক, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, মো. মোক্তার হোসেন, হাজী নাসির সরকার, আবদুল আজিজ খান, মোল্যা শওকত হোসেন বাবুল, মো. শারফুদ্দিন আহমেদ শিপু, মিজানুর রহমান দুলাল, শাহ আলম তালুকদার, মো. আবদুল কাইয়ুম, শাহ জামাল রানা; যুগ্ম মহাসচিব- ফকরুল আহসান শাহজাদা, পীরজাদা জুবায়ের আহমেদ, শেখ মাসুক রহমান, সৈয়দ ওয়াহিদুল ইসলাম তরুণ, সুজন দে, এস এম হাসেম; সাংগঠনিক সম্পাদক- শাহানাজ পারভীন, মোশাররফ হোসেন, অ্যাডভোকেট এস এম মাসুদুর রহমান, মো. আবু সালেহ চৌধুরী, অধ্যাপিকা বিলকিস সরকার পুতুল, ফজলে ইলাহী সোহাগ, জাফর ইকবাল নীরব, শামসুল আলম প্রমুখ।

সর্বশেষ খবর