মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ভারতীয় নারী ট্রাকচালক বাংলাদেশে এলেন পণ্যবাহী ট্রাক নিয়ে

বেনাপোল (যশোর) প্রতিনিধি

দক্ষিণ ভারতের তামিলনাড়ু থেকে পণ্যবাহী ট্রাক নিয়ে বেনাপোল বন্দরে এসেছেন অর্ণপূর্ণী রাজকুমারী নামের এক নারী ট্রাকচালক। তার বাবার নাম অমল রাজকুমার। ভারতের বিহার থেকে ডেনিম ফেব্রিক্সবোঝাই একটি ট্রাক নিয়ে গতকাল পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেন তিনি। তবে ওই নারী চালকের সঙ্গে সহকারী একজন পুরুষ চালকও এসেছেন বলে জানান তিনি। এই প্রথম ভারত থেকে বাংলাদেশে কোনো নারী পণ্যবাহী ট্রাক নিয়ে প্রবেশ করেন। বন্দরের পক্ষ থেকে নারী ট্রাকচালককে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে ভারতীয় ট্রাকের চালক অর্ণপূর্ণী রাজকুমার বলেন, লরি চালিয়ে বাংলাদেশে আসতে পেরে খুবই ভালো লাগছে। আমি বেশ খুশি। এর আগে দেশের ভিতরে লরি নিয়ে বিভিন্ন প্রদেশ গেছি। তবে দেশের বাইরে এই প্রথমবার লরি চালিয়ে বাংলাদেশে আসতে পেরে বেশ ভালো লাগছে। বাংলাদেশের মানুষের ব্যবহার খুবই ভালো। এখানকার সব মানুষের ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ শামছুর রহমান জানান, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। বন্দর কর্তৃপক্ষের নজরদারি রয়েছে। পণ্যবাহী ট্রাকটির পণ্য অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত ছাড় করানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি বেনাপোল বন্দরে নারী ট্রাকচালকের থাকার জন্য পৃথক কোনো ব্যবস্থা না থাকায় আমরা বন্দর এবং পুলিশের সঙ্গে নারী ট্রাকচালকের নিরাপত্তার বিষয়টি নিয়ে কথা বলেছি। বেনাপোলে তার নিরাপত্তার কোনো অভাব হবে না।

 

 

সর্বশেষ খবর