বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

দ্রব্য ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে

ন্যাশনাল পিপলস্ পার্টি

নিজস্ব প্রতিবেদক

ন্যাশনাল পিপলস্ পার্টি-এনপিপির চেয়ারম্যান ও গণতন্ত্র বিকাশ মঞ্চের সমন্বয়ক শেখ ছালাউদ্দিন ছালু বলেছেন, বর্তমানে দেশে তাপপ্রবাহের ফলে প্রকৃতিতে যে গরমভাব বিরাজ করছে তার থেকেও অত্যধিক গরম নিত্যপণ্যের বাজার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য দায়ী বাজার সিন্ডিকেট। এ সিন্ডিকেট ভেঙে দিয়ে মনিটরিংব্যবস্থা জোরদারের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে। সিন্ডিকেট চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানান তিনি।

সর্বশেষ খবর