সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

রাজধানীতে ১৫ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পরিবহন থেকে চাঁদা উত্তোলনের সময় হাতেনাতে হোতাসহ ১৫ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব।

গতকাল র‌্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন বলেন, র‌্যাব-১০-এর একটি দল শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত ছদ্মবেশে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে আদায়কৃত ৭ হাজার টাকা এবং চারটি কাঠের লাঠি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অপরাধ কবুল করেছেন। মামলার পর তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে গ্রেফতারদের বিরুদ্ধে অভিযোগ ছিল। চাহিদা অনুযায়ী চাঁদা না দিলে তারা গাড়ির সামনের গ্লাস, লুকিং গ্লাস লাঠি দিয়ে আঘাত করে ভেঙে দিত। স্থানীয় কিছু প্রভাবশালীর সাপোর্ট নিয়ে তারা এ অপরাধ করে আসছিল। তাদের টার্গেটে ছিল আন্তজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও সিএনজি অটোরিকশা। তাদের এরিয়া ছিল যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী, কাজলা ব্রিজ ও যাত্রাবাড়ী মোড়। গ্রেফতারদের মধ্যে রয়েছেন- তাদের দলনেতা ফজলে রাব্বিসহ মো. রাজ (২৩), সাব্বির আহম্মেদ (১৯), মো. ফয়সাল (২১), সানোয়ার হোসেন অন্তর (২৫), তাজুল ইসলাম তাজ (১৯), মো. রাকিব (১৯), আরিফ আহম্মেদ (১৯), মো. আশাবুদ্দিন (৩৩), মো. শাহিন (১৯), মো. শাওন (১৯), মো. মেহেদী হাসান (১৯), মো. বেলাল (৪০), গোলাম রাব্বি (আসিফ) (২০) এবং জাহিদুল ইসলাম সাব্বির (১৯)।

সর্বশেষ খবর