সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

তীব্র গরমের মধ্যেও লোডশেডিং বেড়েছে

------- খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ বলেছেন, বৈদেশিক মুদ্রার তুলনায় টাকার অবমূল্যায়ন বেড়েছে। দ্রব্যমূল্য এখনো মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। তীব্র গরমের মধ্যেও লোডশেডিং বৃদ্ধি পেয়েছে। দেশের এ সংকট মেনে নেওয়া যায় না।

গতকাল সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, মিজানুর রহমান প্রমুখ। 

সভায় আরও বলা হয়, জাল-জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে লুটপাট করা হয়েছে হাজার হাজার কোটি টাকা। এ লুটপাটের অর্থ বিদেশে পাচারের কারণে জনগণের আমানত ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। সভায় আরও বলা হয়, ফরিদপুরের পঞ্চপল্লীতে দুই মুসলিম সহোদর হত্যাকান্ডে জড়িত প্রধান দুই আসামিকে এখনো গ্রেফতার করতে না পারায় প্রশাসনের ব্যর্থতাই প্রকাশ পায়। সভায় টালবাহানা না করে অবিলম্বে এ ঘটনার বিচার কার্যক্রম শুরুর দাবি জানানো হয়।

সর্বশেষ খবর