সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ঢাবিতে ফার্মাফেস্ট উদ্বোধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ফার্মাসিস্ট পেশার কর্মক্ষেত্র বৃদ্ধি ও সামাজিক স্বীকৃতি অর্জনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) উদ্বোধন করা হয়েছে দুই দিনব্যাপী ফার্মাফেস্ট।

গতকাল বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ, ফার্মেসি অনুষদ এবং ফার্মেসি ক্লাবের যৌথ উদ্যোগে মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবন প্রাঙ্গণে এ ফার্মাফেস্ট আয়োজন করা হয়। ফার্মা অলিম্পিয়াড, বিতর্ক প্রতিযোগিতা, পোস্টার প্রেজেন্টেশন এবং বক্তৃতা আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে এই ফেস্ট। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, ফার্মাসিস্ট এবং ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা ও ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশ নিচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার এই ফেস্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সংসদ সদস্য এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম আবদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. ফিরোজ আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফেস্টের আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুন। ফার্মেসি ক্লাবের সাধারণ সম্পাদক সুস্মিতা তালুকদার অনুষ্ঠান সঞ্চালনা করেন।

সর্বশেষ খবর