মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

বাংলার ঐতিহ্য চিত্রশিল্পের মাধ্যমে বিশ্বে তুলে ধরেছেন এস এম সুলতান

সংস্কৃতি প্রতিমন্ত্রী

নড়াইল প্রতিনিধি

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এমপি বলেছেন, বাংলার ঐতিহ্য চিত্রশিল্পের মাধ্যমে সারা বিশ্বে তুলে ধরেছেন বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান। তাঁর অঙ্কিত চিত্রে গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষের জীবন ফুটে উঠেছে। তিনি গতকাল দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে ১৫ দিনব্যাপী সুলতান মেলার সমাপনী ও সুলতান পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে ১৫ এপ্রিল সুলতান মঞ্চ চত্বরে এ মেলা শুরু হয়। অনুষ্ঠানে চিত্রশিল্পী নাসিম আহমেদ নাদভীর হাতে ‘সুলতান পদক’ তুলে দেন প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান।

জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন নড়াইল-২ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মর্তুজা। বিশেষ অতিথি ছিলেন নড়াইল পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক খান শাহাবুদ্দিন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক মো. রেজাউল হাসেম।

আলোচনা সভা শেষে মন্ত্রী চিত্র প্রদর্শন গ্যালারি, শহরের মাছিমদিয়ায় চিত্রশিল্পী সুলতানের বাসভবন, সরকারি ভিক্টোরিয়া কলেজের পুরনো ভবন পরিদর্শন করেন।

 

 

সর্বশেষ খবর