মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

বেক্সিমকো জিরো কুপন বন্ডের বিক্রি শুরু

বেক্সিমকো ফার্স্ট আনসিকিউরড জিরো কুপন বন্ড-এর সাবস্ক্রিপশন শুরু হয়েছে। রবিবার শুরু হওয়া এ সাবস্ক্রিপশনের প্রথম ধাপ শেষ হবে ১৫ মে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ৩ এপ্রিল বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডকে (বেক্সিমকো) মোট ১ হাজার ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করার অনুমোদন দিয়েছে। এই বন্ডের অ্যারেঞ্জার আইএফআইসি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এর ট্রাস্টি হিসেবে রয়েছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। বন্ডের ডিসকাউন্ট রেট ১৫ শতাংশ, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এতে প্রতি ১ লাখ টাকায় মাসিক রিটার্ন আসবে ১ হাজার ২৫০ টাকা। বন্ডের লক্ষ্য, বাজার থেকে ১ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহ করে ১ হাজার কোটি টাকা শ্রীপুর টাউনশিপ লিমিটেডকে মায়ানগর প্রকল্প উন্নয়নের জন্য ঋণ হিসেবে দেওয়া হবে। বাকি ৫০০ কোটি টাকা ব্যয় হবে বেক্সিমকো লিমিটেডের বিদ্যমান ব্যাংক ঋণ পরিশোধে। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর