মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ফুটপাত দখলকারীদের তালিকা চেয়েছেন হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন এলাকায় যারা ফুটপাত দখল করেছে আগামী ১৩ মের মধ্যে তাদের তালিকা চেয়েছেন হাই কোর্ট। একই সঙ্গে দখলকারীদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতেও নির্দেশ দিয়েছেন আদালত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিবকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এক রিটের শুনানি নিয়ে গতকাল বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। অমিত তালুকদার বলেন, ঢাকার বিভিন্ন স্থানের ফুটপাত বিক্রি ও ভাড়া দিয়ে হাজার হাজার কোটি টাকা চাঁদা আদায় করছে কিছু ব্যক্তি। জনগণের স্বাভাবিক চলাচলও বিঘ্নিত করছে তারা। এ নিয়ে সংবাদ প্রচারিত হলে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে রিট করে। রিটের শুনানিতে হাই কোর্ট ২০২২ সালের ২১ নভেম্বর রুল জারি করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের নির্দেশ দেন এবং দখলকারীদের তালিকা ৬০ দিনের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়। এই আদেশের আলোকে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবের পক্ষে এফিডেভিট দাখিল করে সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠনের বিষয়ে জানানো হয়েছে।

সর্বশেষ খবর