বুধবার, ১ মে, ২০২৪ ০০:০০ টা

এজেন্ট দিলে হাত ভেঙে দেওয়ার হুমকি, প্রার্থীকে ইসিতে তলব

নিজস্ব প্রতিবেদক

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের সেই প্রার্থীকে ঢাকায় তলব করেছে নির্বাচন কমিশন। কাল বৃহস্পতিবার বেলা ১১টায় সশরীর হাজির হয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে অন্য প্রতীকের কোনো এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। ঢুকলে হাত ভেঙে যমুনা নদীতে নিক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন আওয়ামী লীগের দুই নেতা। প্রার্থীর উপস্থিতিতে এ ধরনের হুমকির ঘটনায় ব্যাখ্যা চেয়ে প্রার্থীকে তলব করেছে নির্বাচন কমিশন।

ওই প্রার্থীর নাম মো. রফিকুল ইসলাম। তার প্রতীক আনারস। গতকাল বিকালে নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি তাকে পাঠানো হয়েছে। এতে বৃহস্পতিবার বেলা ১১টায় সশরীর হাজির হয়ে তাকে এ ব্যাপারে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সর্বশেষ খবর