শুক্রবার, ৩ মে, ২০২৪ ০০:০০ টা

৬১ ভরি সোনা, ৭ লাখ টাকাসহ ৩৬ সিঁধেল চোর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ঈদের আগে ও পরে ঢাকা মহানগরীতে কয়েকটি সিঁধেল চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে রাজধানীর বিভিন্ন থানায় কয়েকটি অভিযোগ দায়ের করা হয়। এরপর অজ্ঞাতনামা চোরদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে সাঁড়াশি অভিযান শুরু করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রতিটি বিভাগ। সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬১ ভরি সোনা ও ৭ লাখ ৯০ হাজার টাকাসহ সিঁধেল চোর চক্রের ৩৬ সদস্যকে গ্রেফতার করা হয়।

 গতকাল ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, ৮ এপ্রিল ওয়ারী থানায় একটি মামলা হয়। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২৮ মার্চ থেকে ৭ এপ্রিল যে কোনো সময় ওয়ারীর অভয় দাস লেনের একটি বাড়ির দ্বিতীয় তলার ফাঁকা বাসার গ্রিল কেটে প্রবেশ করে ৩৩.৫ ভরি স্বর্ণালংকার ও ৩০০ ডলার চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা চোর। এরপর বাগেরহাটের মোংলা থানার পশুর নদী এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনার মূল পরিকল্পনাকারী মো. মোবারক ওরফে মগাকে গ্রেফতার করা হয়। ডিবির ধারাবাহিক অভিযানে নেত্রকোনা জেলা থেকে মো. রাকিব মিয়াকে চোরাইকৃত স্বর্ণালংকার বিক্রির ৪০ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়। এ ছাড়া গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে স্বর্ণালংকার ও ডলার চুরির ঘটনায় শেখ ফরিদ, মো. ডালিম ও মো. সাদ্দাম হোসেন বনিকে গ্রেফতার করা হয়। ধানমন্ডির একটি বাসায় গ্রিল কেটে চুরির ঘটনায় মো. গিয়াস উদ্দিনকে গ্রেফতার করে। এ ছাড়াও সিঁধেল চোরদের গ্রেফতারে ধারাবাহিক অভিযান চালিয়ে ডিবির মতিঝিল বিভাগ ১৪ জন, লালবাগ বিভাগ তিনজন, গুলশান বিভাগ তিনজন ও মিরপুর বিভাগ দুজন সিঁধেল চোরকে গ্রেফতার করে।

সর্বশেষ খবর