শুক্রবার, ৩ মে, ২০২৪ ০০:০০ টা

চলন্ত ট্রেনে শিক্ষার্থীদের মারধর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঢাকা-চট্টগ্রাম রুটের চলন্ত ট্রেন চট্টলা এক্সপ্রেসে আবদুল বারী নামের এক মাদরাসা ছাত্রকে গার্ডরুমে ডেকে নিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম রুটের ট্রেন চট্টলা এক্সপ্রেসের দায়িত্বরত টিটি তুষারের বিরুদ্ধে এ নির্যাতনের অভিযোগ ওঠে। আবদুল বারী চট্টগ্রামের একটি মাদরাসার ছাত্র। তার বাড়ি ফেনীতে। এ ঘটনায় আবদুল বারী বাদী হয়ে চট্টগ্রাম রেলওয়ে থানা এবং চট্টগ্রাম রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার (ডিসিও) কাছে লিখিত অভিযোগ করেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। সুষ্ঠু বিচার চেয়েছেন ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এস এম শহীদুল ইসলাম বলেন, আবুদর বারী নামের এক যাত্রীকে নির্যাতনের বিষয়ে একটি অভিযোগ এসেছে। চলন্ত ট্রেনে ঘটনাটি ঘটেছে। সেখানে কোনো সিসিটিভি ফুটেজ কিংবা অন্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু ওই যাত্রীকে যখন ডেকে নিয়ে যাওয়া হয়েছে তখন আশপাশের যাত্রীরা দেখেছে। এর মধ্যে দুজন যাত্রী অভিযোগপত্রে সাক্ষী দিয়েছেন। দুই পক্ষকেই থানায় ডাকা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। সবার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর